News update
  • Met office issues nationwide 72-hour heat alert     |     
  • No respite from heat wave for five days: Met office     |     
  • Over 2,100 men evacuated as Indonesian volcano spews ash     |     
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     

দেশে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-29, 11:26pm

resize-350x230x0x0-image-209577-1674999060-66bfbadd5ec6bd289c5c956a68d67c1d1675013192.jpg




দেশে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, এ দেশে আমি আইনের শাসন সবসময় বলি না, আমি যেটা বলি— সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য; জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, এ দেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এ দেশের মানুষ এটার জন্য লড়াই করেছে। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে, চলে যাবে; তা হতে পারে না। আমাদেরকে সেখানে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে।

ফখরুল বলেন, আজকে তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চলছে। মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা দুর্নীতি চলছে। আমাদের দেশে একটা কথা আছে— চাপার জোর। এই চাপার জোরে তারা নাকি এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে ফেলেছে। যে দেশের এখনও ৪২ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে, দুই বেলা দুই মুঠো ভালো খেতে পায় না; সেই দেশে নাকি উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, এ দেশটা আমাদের। এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরকেই উন্নত করতে হবে। আমাদেরকে পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদেরকে পথ দেখিয়েছেন বেগম খালেদা জিয়া। সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার যুদ্ধকে আমাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।  তথ্য সূত্র আরটিভি নিউজ।