News update
  • Danger warning issued for Bangkok as extreme heat bites     |     
  • Severe heat wave continues in parts of Bangladesh     |     
  • Despite relaxed terms, Dhaka missed IMF forex reserves target     |     
  • 'So hot you can't breathe': Extreme heat hits the Philippines     |     
  • PM Hasina departs for Thailand on six-day official visit     |     

শিল্পকলার সহযোগীতায় নাট্যাধারের নাটক ‘আমাদের ৭১’ প্রদর্শিত

error 2021-12-19, 12:10am

amader-71-1e7129d7914e388a1b20fccee596de701639851028.jpg

amader 71



নাট্যাধার প্রযোজনা ‘আমাদের ৭১’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে চট্টগাম সিটির পাহাড়তলীর শেখ রাসেল শিশুপার্ক মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনায় ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ প্রকল্পের আওতায় নাটকটি নির্মিত হয়েছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শারমিন সুলতানা রাশা রচিত ও নির্দেশিত খোলা নাটক ‘আমাদের ৭১’ এর প্রদর্শনীর আগে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি।

মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘আমাদের ৭১’ নাটকটির প্রযোজনা উপদেষ্টা নাট্যজন অশোক বড়ুয়া, প্রযোজনা অধিকর্তা হলেন নাট্যাধার সমন্বয়ক নাট্য সংগঠক মাশরুজ্জামান মুকুট ও আবহ প্রক্ষেপক কাওসার মজুমদার। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা কামাল যাত্রা, বাহাউদ্দিন মিরান, আবুল হাসেম খান, জসিম উদ্দিন আহমেদ, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, শাকিল মুরাদ, শান্তা ভট্টাচার্য, সানজানা হক সুমনা, তানিয়া আক্তার প্রমুখ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়ার সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ প্রেরক, মোস্তফা কামাল যাত্রা, প্রশাসনিক কর্মকর্তা, নাট্যাধার