News update
  • 282 million people faced acute hunger in 2023, worst in Gaza      |     
  • Weapons to be laid down if a 2-state solution is done: Hamas     |     
  • 3 new BD Supreme Court Appellate Division judges take oath     |     
  • White House seeks 'answers' from Israel on Gaza mass graves     |     
  • Heatwave alert in Bangladesh extended for 72 hours     |     

ভারতে প্রবেশের সময় সীমান্তে ১৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি error 2022-05-22, 8:16am

image-525044-1645970774-f9ab1d15d46a7c27a0091fe02e9bfaad1653185783.jpg




ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে ১৫ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন-বাগেরহাটের বানিয়াখালী গ্রামের মোছাঃ আসমা বেগম (৪০), মোছাঃ জামিলা (০২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের মোছাঃ সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের মোছাঃ বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের মোছাঃ জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী গ্রামের মোছাঃ বানেছা বেগম (৩৩), মোঃ আরিফ শেখ (১৩), মোঃ হানিফ শেখ (১০), মোছাঃ মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষিরার ফুটিঘাটা গ্রামের মোঃ সামিনুর রহমান (৩৬), মোছাঃ ফাহেমা খাতুন (২৫), ও মোছাঃ সুরাইয়া (০১)।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।