News update
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • US Human Rights Report 2023: Significant HR issues persist     |     
  • 22 migrants found dead off Tunisian coast since Saturday: court     |     
  • Bangladesh, Qatar sign 10 cooperation docs as Emir visits Dhaka     |     

এপ্রিলে ৪২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৩

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-07, 8:33pm

road-accident-car-2c9b76dd8360dd4f1ea48ac6dc53dce41646464704-18ed0096d56f19ff083fadb19e608c071651945780.png

Road accident



দেশে গত এপ্রিল মাসে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত ও ৬১২ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটি সাতটি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এপ্রিলে দেশজুড়ে ৬টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া রেলপথে ২১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ২০৬ জন; যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন; যা ১৬ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩১টি দুর্ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে সিলেট বিভাগে। এ বিভাগটিতে ১৯টি দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে ২৫ জনের প্রাণহানি ঘটে।

একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৯টি দুর্ঘটনায় ৪৪ জন নিহত। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। এ জেলায় ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। এ ছাড়া রাজধানী ঢাকায় ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। তথ্য সূত্র: আরটিভি নিউজ।