News update
  • Google fires 28 workers protesting contract with Israel     |     
  • US vetoes widely backed resolution on Palestine as UN member      |     
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ Friday morning     |     
  • India starts voting in the world's largest election      |     
  • Iran fires air defense batteries in provinces      |     

সাংহাই কোভিড বিধি শিথিল করে ব্যবসা বাণিজ্য আবার চালুর ঘোষণা দিয়েছে

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-17, 7:55am

03180000-0aff-0242-c04f-08da36a574f2_w408_r1_s-7530660e24df47c5a79bf9d514c8577d1652752508.jpg




সাংহাই — সাংহাই সোমবার থেকে ধীরে ধীরে আবার খোলার ঘোষণা দিয়েছে, যদিও চীনের অর্থনৈতিক রাজধানীতে এখনও অবরুদ্ধ লক্ষ লক্ষ লোক শেষ পর্যন্ত কখন বাড়ি থেকে বের হবার অনুমতি পাবে তা এখনও স্পষ্ট নয়।

মহামারী শুরুর পর থেকে সবচেয়ে খারাপ কোভিড-১৯ প্রাদুর্ভাবের মুখোমুখি, চীন এপ্রিলের শুরুতে ২৫ মিলিয়ন মানুষের শহরটিকে কড়া বিধিনিষেধের মধ্যে থাকতে বাধ্য করেছিল।

তবে সাংহাইয়ের ভাইস মেয়র চেন টং রবিবার ১৬ মে থেকে "পর্যায়ক্রমে" ব্যবসা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন।

সাংহাই কর্তৃপক্ষ মে মাসের মাঝামাঝি সময়ে এই লক্ষ্য অর্জনের উদ্দেশে কাজ করছিল।

কিন্তু, চেন নির্দিষ্ট করেননি যে তিনি শহরে ধীরে ধীরে ক্রিয়াকলাপ পুনরায় শুরু করার কথা বলছেন নাকি এটি নির্দিষ্ট স্বাস্থ্যের মানদণ্ডের শর্তাধীন?

শহরের কিছু এলাকায় অবশ্য সাম্প্রতিক দিনগুলোতে নিষেধাজ্ঞা আরো কঠোর করা হয়েছে।

বেইজিং বারবার তার বাসিন্দাদের পরীক্ষা করাচ্ছে এবং এতে কেউ পজেটিভ শনাক্ত হলে, তার বাড়িসহ পুরো ভবন তালাবদ্ধ করে দিয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু পাড়ায় মেট্রো স্টেশন এবং কম প্রয়োজনীয় ব্যবসাও বন্ধ করে দিয়েছে।

নিষেধাজ্ঞার অধীনে থাকা কয়েকটি আশেপাশের এলাকা ছাড়া বেইজিংয়ের ২২ মিলিয়ন বাসিন্দার বেশিরভাগই এখনও তাদের বাড়ির বাইরে যেতে পারে।

কিন্তু অনেক পাবলিক প্লেস বন্ধ রয়েছে এবং বাসিন্দাদের বাড়ি থেকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, বিশেষ করে জনবহুল চাওয়াং জেলায়, যেখানে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান রয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।