বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক রাজনৈতিক দলের রাজনীতিবিদদের সংগঠন ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক সেন্টার (আইডিসি) ও সেন্ট্রিস্ট ডেমোক্রেট ইন্টারন্যাশনাল (সিডিআই) একি সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু অশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেরও আহবানজানিয়েছেসংগঠনটি।সংগঠনটিএকবিবৃতিতে এ আহবান জানানো হয়।গত ২৯জুনসংগঠনটির ইউরপীয়ান পার্লামেন্ট অনুষ্ঠিত ৩০ দেশের রাজনৈতিক দলেররাজ নীতিবিদদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার এই আন্তর্জাতিক রাজনৈতিকদলের রাজনীতিবিদদের সংগঠন বিবৃতিতে শেখহাসিনা নেতৃত্বাধীন সরকারকে আহবান জানিয়ে বলাহয়, আদালত সমূহে কোনো প্রকার প্রভাব বিস্তার নাকরে যেন সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে দ্রুত কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা দেশকে আরো অস্থিতিশীল করে তোলবে মন্তব্য করে বিবৃতিতে বলা হয়,খালেদা জিয়াকে আটকে রাখলে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার সংলাপ পরিস্থিতি বাধাগ্রস্থ হবে। আরতার ফলে চরম রাজনৈতিক অস্থিরতার দিকে এগুতে পারে বাংলাদেশ।
দেশের মানবাধিকারের সুরক্ষা বজায় রাখা এবং আগামী জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আহবান জানিয়ে বিবৃতিতে আরো বলাহয়,আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই মানবাধিকারের সুরক্ষা বজায় রাখার ,এবং এবছরের শেষ দিকে যে নির্বাচন হবে তাতে যেন সব রাজনৈতিক দল অংশ নিতে পারেসেজন্য অংশগ্রহণমূলক নির্বাচনের একটি পরিবেশ তৈরি করে দেয়া।যেখানে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান স্বচ্ছতা বজায় রেখেস্বাধীননির্বাচনপরিচালনাকরতেপারে।
খালেদা জিয়ার দ্রুত মুক্তি, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দাবি
0
Share.