News update
  • Club of elites will not realize multilateral future we need     |     
  • 114 people killed, 150 hurt in wedding hall fire in N Iraq      |     
  • Cox’s Bazar beach carnival, tourism fair from Wednesday     |     
  • Khaleda under close watch of medical board; no change: docs     |     
  • US avoids comment on Khaleda Zia’ s release and treatment      |     

ইসি গঠনে মঙ্গলবার ১০ জনের নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি

গ্রীণওয়াচ ডেস্কঃ Election 2022-02-21, 12:13am

ec-2f53e6f3f2acb041a4e0737e58c453211645380831.jpg




নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটি ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ১০ জনের নাম চূড়ান্ত করবে।

সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে আজ কমিটি প্রধান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেন, আজ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম প্রস্তুত করেছিলাম। সে নামগুলোর তালিকা আরো সংক্ষিপ্ত করে আজকের বৈঠকে  ১২-১৩ জনের তালিকা প্রস্তুত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। 

তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি সপ্তম বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তিনি জানান, প্রস্তাবিত নামগুলো থেকেই বাছাই করা হচ্ছে। নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। নামগুলো প্রকাশ করা হবে না। আইন অনুযায়ী সার্চ কমিটি নাম প্রকাশ করতে পারে না। রাষ্ট্রপতির হাতে পৌঁছার পর তিনি চাইলে নামগুলো প্রকাশ করা হতে পারে। 

এক প্রশ্নের জবাবে বিচারপতি ওবায়দুল হাসান বলেন,  প্রস্তাবিত নামের পাশাপাশি সার্চ কমিটি থেকে নাম দেয়ার সুযোগ থাকলেও তারা সেটি প্রয়োগ করছেন না। সার্চ কমিটির ১৫ কার্যদিবস ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে কমিটি ২৪ ফেব্রুয়ারির মধ্যে অর্পিত দায়িত্ব সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটি প্রধান।

আজ সন্ধ্যায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।