News update
  • Earthquake measuring 5.6 hits central Turkey     |     
  • “Upazila parishad polls to be held in free, fair environment”     |     
  • Russian missile barrage on Ukraine city kills 18     |     
  • Tsunami alert after a volcano in Indonesia has big eruptions     |     
  • UNRWA seeks support against Israeli call for its dissolution     |     

দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ছুঁই ছুঁই

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-02-06, 8:46am

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1675651587.jpeg




গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ২০২ মার্কিন ডলার। তবে তা সরকারের প্রত্যাশা অনুযায়ী বাড়েনি।

২০২১-২২ অর্থবছরে দুই হাজার ৭৯৩ মার্কিন ডলার মাথাপিছু আয় হিসেবে দুই লাখ ৯৮ হাজার ৮৫১ টাকা। অপর দিকে ২০২০-২১ অর্থবছরে যা ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এ হিসাব প্রকাশ করেছে।

তাদের হিসেবে সাময়িক প্রাক্কলন অনুযায়ী না হলেও চূড়ান্তভাবে ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত দশমিক ১০ শতাংশ হয়েছে। ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

করোনা সংকটে ২০১৯-২০ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ দশমিক ৪৫ শতাংশ। এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল সাত দশমিক ৮৮ শতাংশ। কৃষি, সেবা ও শিল্পখাতে মিলিয়ে মাথাপিছু আয়ের হিসাব করা হয়। তবে ছয় মাসে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছিল সাত দশমিক ২৫ শতাংশ।

পরের বছরের সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রোববার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো পরিসংখ্যান ব্যুরো। তথ্য সূত্র আরটিভি নিউজ।