News update
  • Met office issues nationwide 72-hour heat alert     |     
  • No respite from heat wave for five days: Met office     |     
  • Over 2,100 men evacuated as Indonesian volcano spews ash     |     
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-09-25, 5:25pm

image-59636-1664104142-434b65b88ce275f728a058a734116c4d1664105119.jpg




আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হওয়া  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই  মাঠে নামবে  বাংলাদেশ ক্রিকেট দল।  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি  বিশ্বকাপ আগে  আয়োজিত সিরিজের প্রথম ম্যাচে  বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশের  আরেক দল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড।  বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সিরিজের পুর্নাঙ্গ সূচি ঘোষনা করেছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের প্রস্তুতি হিসেবে আয়োজিত  সিরিজটি  রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায়  প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। 

৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা। 

এরপর ১২ অক্টোবর ফিরতি পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকলা ৮টায়। 

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ১৪ অক্টোবর হবে ফাইনাল। 

ত্রিদেশীয় সিরিজের সূচি :

৭ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)

৮ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)

৯ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (দুপুর-১২টা)

১১ অক্টোবর : নিউজিল্যান্ড-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)

১২ অক্টোবর : বাংলাদেশ-নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)

১৩ অক্টোবর : বাংলাদেশ-পাকিস্তান, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)

১৪ অক্টোবর : ফাইনাল, ক্রাইস্টচার্চ (সকাল-৮টা)  তথ্য সূত্র বাসস।