News update
  • No respite from heat wave for five days: Met office     |     
  • Over 2,100 men evacuated as Indonesian volcano spews ash     |     
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     
  • 'Bombing' hits Iraq military base: security sources     |     

ছাত্রলীগের সম্মেলন : রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-12-06, 9:12am

resize-350x230x0x0-image-202033-1670295129-d0bf164bb2ca7984a72b910bc913845a1670296373.jpg




ছাত্রলীগের ৩০তম সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহ্যবাহী সংগঠনটির সম্মেলনের কারণে কয়েকটি রাস্তা ডাইভারশন দেওয়া হয়েছে। এ সময়ে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ জানায়, সম্মেলন উপলক্ষে যানজট এড়াতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাটাবন ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, ইউবিএল ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং এলাকা পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

ছাত্রলীগের সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত এ ডাইভারশন অব্যাহত থাকবে। এ ছাড়া নগরবাসীকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় চলাচলের ক্ষেত্রে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।