News update
  • HC stays IDRA move to suspend Sonali Life Board Directors      |     
  • Man dies from heat stroke in Dhaka’s Gulistan     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • US Human Rights Report 2023: Significant HR issues persist     |     

পিএইচডি ডিগ্রি জালিয়াতি রোধে কমিটি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-08-14, 6:12pm

resize-350x230x0x0-image-188278-1660463866-2753bea13c63748271899025e747a92c1660479178.jpg




ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন হয়, সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি করেছেন হাইকোর্ট।

ওই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন।

আগামী ৩ মাসের মধ্যে কমিটিকে নীতিমালা করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।

এর আগে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, সেগুলো আইন মেনে হয়েছে কি না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় হাইকোর্টকে ৭ জনের নামের তালিকা দেওয়া। পরে আদালত কমিটি গঠন করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।