News update
  • Russian missile barrage on Ukraine city kills 18     |     
  • Tsunami alert after a volcano in Indonesia has big eruptions     |     
  • UNRWA seeks support against Israeli call for its dissolution     |     
  • Dubai's airport and highways flooded     |     
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ on Thursday Morning      |     

সাফজয়ী নারী ফুটবলারদের অর্থ চুরির তথ্য জানা নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-23, 11:55am

resize-350x230x0x0-image-192220-1663903701-041c46525d44342608ab944ce8226edb1663912510.jpg




যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে অর্থ চুরির ঘটনা ঘটলে তা অত্যন্ত দুঃখজনক। তবে এ চুরির বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস খেলার পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ থেকে অর্থ চুরির মত ঘটনা আমরা কেউ প্রত্যাশা করি না। এ ধরনের ঘটনা ঘটে থাকলে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাফজয়ী ফুটবলারদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে। এ ছাড়া তাদের যদি আরও কোনো সমস্যা থাকলে সরকার পাশে থাকবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।