News update
  • Insidious campaign by Israel denying lifesaving aid to Gaza      |     
  • Guterres appeals for maximum restraint in the Middle East     |     
  • Gaza: UN experts decry ‘systemic obliteration’ of education system     |     
  • Bangladesh’s forex reserves fall below $20 billion again     |     
  • Not only BNP men, AL imprisoned country’s people too: Rizvi     |     

ভুটনাকে ৪-০ গোলে হারালো নেপাল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-02-05, 8:48pm

image-77702-1675600655-72f08548105baecf991af2393785a7f11675608497.jpg




আমিশা কার্কি’র  হ্যাটট্রিকে ভুটনাকে হারিয়ে সাফ অনুর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টে পরাজয় থেকে বেরিয়ে এসেছে নেপাল। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ভিত্তিক চারজাতির এই টুর্নামেন্টে দুর্বল ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে হিমালয় পাদদেশের দলটি।

এর আগে গত শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল নেপাল। আজকের এই জয়ে সেই ধারা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো নীল জার্সির দলটি।  

ম্যাচের ১৯ মিনিটে গোল করে নেপালকে এগিয়ে দেন আমিশা কার্কি । প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মি.) ফের গোল করে  দলকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নেপাল।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৬১ নেপালের হয়ে তৃতীয় গোল করেন প্রীতি রাই । দুই মিনিট পর ফের গোল করে নিজের হ্যাটট্রিক পুরণের পাশাপাশি নেপালকে ৪-০ গোলের ব্যবধানে পৌঁছে দেন আমিশা কার্কি। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিশ্চিত হয় নেপালের।

লিগ ভিত্তিক এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় লিগে  নিজেদের শেষ  ম্যাচে শক্তিশালী ভারতের মোকাবেলা করবে নেপাল। একই দিন সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। তথ্য সূত্র বাসস।