News update
  • Concerted global push for Sudan ceasefire needed: Guterres     |     
  • Light showers bring little relief to Dhaka dwellers     |     
  • Lightning, rain kill 50 in Pakistan     |     
  • Heavy storms soak Gulf as Oman toll rises to 18     |     
  • Chuadanga records season’s highest temperature 40.6 degrees      |     

শিল্প-কারখানায় সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2022-08-11, 8:43pm

resize-350x230x0x0-image-187990-1660227440-1-00525650c710a285c490ebe46b9e30071660229022.jpg




শিল্প-কারখানায় সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। এলাকাভিত্তিক এসব ছুটি দেওয়া হবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদের এই প্রজ্ঞাপনটি জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার জন্য শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের আগামী ১১ তারিখ থেকে এলাকা ভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে নির্দেশনা ধার্য করা হলো।

প্রজ্ঞাপনে সারা দেশে শিল্প-প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম দেওয়া হয়েছে। 

এর আগে ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে এক সভা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভায় জানিয়ে দেওয়া হয়, একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে, রেশনিংয়ের মাধ্যমে একেকদিন একেক এলাকায় ছুটি চালু করলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।