News update
  • HC stays IDRA move to suspend Sonali Life Board Directors      |     
  • Man dies from heat stroke in Dhaka’s Gulistan     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • UNRWA Situation Report no. 103 on the Gaza Strip & West Bank     |     
  • US Human Rights Report 2023: Significant HR issues persist     |     

বরিশালে সাহিত্যবাজার পত্রিকার গুণীজন সম্মাননা পেলেন ১১ জন

গ্রীণওয়াচ ডেস্ক শিল্প-কারুশিল্প 2022-09-25, 12:05pm

image-59556-1664030238-436258b71ab21fd62e2c00c8e44a16711664085909.jpg




"সাহিত্যের আয়নায় জেগে উঠুক মানুষের মুখ, সত্য আর সুন্দরের সন্ধানে এসো হই উন্মুখ। ধর্ম-কর্ম বল কিম্বা আল্লাহ-ঈশ্বর-ভগবান, বিশ্বজুড়ে যা কিছু সুন্দর সবটাই সাহিত্যের অবদান" শ্লোগানকে সামনে রেখে বরিশালে গুণীজন সম্মাননা পেলেন ১১ জন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাহিত্য বাজার পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে সেমিনার ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন- প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বরিশাল সাহিত্য সংসদ সার্কিট হাউস মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে। বরিশাল সাহিত্য সংসদের সভাপতি কে এস এম মহিউদ্দিন মানিক বীরপ্রতীকের সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান।

সম্মাননা পেলেন- সাংবাদিক মাহফুজা জেসমিন, সংগীতজ্ঞ মুকুল দাস, কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী, সাংবাদিক আনিসুর রহমান স্বপন, শিক্ষাবিদ ও সমাজসেবক রাবেয়া খাতুন, রত্নগর্ভা মা অধ্যক্ষ তাহমিনা আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাহিত্যিক মাসুদ আলম বাবুল এবং ভিক্ষা করে বৃদ্ধাশ্রম পরিচালনা করা মানবিক যুবক সাখাওয়াত হোসেন।