News update
  • “Upazila parishad polls to be held in free, fair environment”     |     
  • Russian missile barrage on Ukraine city kills 18     |     
  • Tsunami alert after a volcano in Indonesia has big eruptions     |     
  • UNRWA seeks support against Israeli call for its dissolution     |     
  • Dubai's airport and highways flooded     |     

মেক্সিকোর নাইটক্লাবে এলোপাতাড়ি গুলি, নিহত ৮

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-01-30, 12:06pm

resize-350x230x0x0-image-209632-1675047693-f9acd3cbb63abe1182043d207b7f6cf81675058816.jpg




মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা ক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে ছয়জন এবং চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মেক্সিকোর ওই প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

উল্লেখ্য, মেক্সিকো মাদক ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু। সম্প্রতি দেশটিতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস প্রদেশে এ ধরনের সহিংসতায় ৯৪৮ জন নিহত হয়েছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।