News update
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     
  • 'Bombing' hits Iraq military base: security sources     |     
  • G7 countries for promoting Free, Open Indo-Pacific     |     
  • Create conditions for Rohingya Repatriation: G7 countries     |     
  • OIC Deeply Regrets UNSC Failure to Accept Palestine as UN Member      |     

চীন ‘এখন পর্যন্ত’ রাশিয়াকে অস্ত্র দেয়নি : বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-03-25, 12:57pm

image-84162-1679719861-5f185c70f1053c1bcd6e0cc66d377d891679727475.jpg




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি।

কানাডা সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি চীনকে হালকাভাবে নিই না। আমি রাশিয়াকেও হালকাভাবে নিচ্ছি না।’

বাইডেন বলেন, ‘আমি গত তিন মাস ধরে শুনে আসছি যে, চীন রাশিয়াকে উল্লেখযোগ্য অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তবে আমার বিশ্বাস তারা এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি। এর অর্থ এই নয় যে তারা দেবে না, কিন্তু তারা এখনো দেয়নি।’ তথ্য সূত্র এএফপি, বাসস।