News update
  • Malaysia military helicopters crash, killing 10 crews     |     
  • Nine injured in Russian drone attack on Odesa     |     
  • 3M children suffering brunt of Haitian gang violence - UNICEF     |     
  • Taiwan hit by strongest quakes, reaching 6.3 magnitude     |     
  • BUET dissolves its campus journalists' club     |     

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

আবাসন 2023-03-17, 8:39pm

cash-and-tin-support-for-fire-victims-of-kalapara-758d8f2350a5b7d027b1f4ecd8dd5b041679063943.jpg

Cash and tin support for fire victims of Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলী গ্রামের মোঃ হুমায়ুন কবির, ফিরোজ হাওলাদার ও মেরিল রানার হাতে ঘর নির্মাণের জন্য এ নগদ অর্থ সহায়তা ও ঢেউ টিন তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

এ সময় কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ঘর নির্মাণের জন্য তিন বান্ডিল ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়।

এর আগে ৪ মার্চ দুপুর ২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এসব পরিবারগুলো সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ঘটনার পরপর প্রতিটি পরিবারকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করেন এমপি মহিব। - গোফরান পলাশ