News update
  • No respite from heat wave for five days: Met office     |     
  • Over 2,100 men evacuated as Indonesian volcano spews ash     |     
  • Dhaka air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • North Korea conducts a test on 'super-large warhead': KCNA     |     
  • 'Bombing' hits Iraq military base: security sources     |     

সিনিয়র সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই

খবর 2021-09-28, 10:59am

photo-hamiduzzaman-robi-7c7f366e261a25ddbd45443a7b7de99b1632805193.jpg

Hamiduzzaman Robi



জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রবীন সাংবাদিক হামিদুজ্জামান রবি আর নেই। সোমবার রাতে  রাত আটটার দিকে ধানমন্ডির বাসায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে সহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

হামিদুজ্জামান রবি ১৯৭২ সালে  সাংবাদিকতা শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র মাধ্যমে। ২০০৮ সালে বাসস এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে অবসর নেন। আশির দশকে বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক, জনসংযোগ হিসাবে দায়িত্ব পালন। ১০ বছর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র প্রেসিডেন্সিয়াল করসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের জামে মসজিদে নামাজে জানাজার পর রায়েরবাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য হামিদুজ্জামান রবি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।