News update
  • 282 million people faced acute hunger in 2023, worst in Gaza      |     
  • Weapons to be laid down if a 2-state solution is done: Hamas     |     
  • 3 new BD Supreme Court Appellate Division judges take oath     |     
  • White House seeks 'answers' from Israel on Gaza mass graves     |     
  • Heatwave alert in Bangladesh extended for 72 hours     |     

কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলন সংক্রান্ত প্রচারনা সম্পূৰ্ণ ভিত্তিহীন

প্রবাস 2023-03-13, 8:27pm

fobana-press-release-2e9da911a9ab896ae1553927a028df551678717622.jpg

FOBANA Press Release



সম্প্রতি ফোবানা থেকে বহিস্কৃত কতিপয় ব্যক্তির ফোবানা নাম ব্যবহার করে বিভিন্ন মিডিয়ায় পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির চিঠি আমাদের দৃষ্টিগোচরে এসেছে।আতিকুর রহমান এবং রফিক খান স্বাক্ষরিত চিঠিটিতে তারা নিজেদের ফোবানার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ সেক্রেটারী দাবী করে ১২ মার্চ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ফোবানা সম্মেলন সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স আয়োজন সংক্রান্ত চিঠি বিভিন্ন মিডিয়ায় পাঠিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ।

কথিত আতিকুর রহমান এবং রফিক খান সহ জাকাকিয়া চৌধুরী ও বেদারুল ইসলাম বাবলা প্রমুখ ব্যক্তিদের গত বছর সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে ফোবানা থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে, ফোবানা থেকে বহিস্কৃত ব্যক্তিরা ফোবানা নাম ব্যবহার করতে পারেন না এবং ফোবানা নাম ব্যবহার করে তাদের যেকোনো কর্মকান্ডের কোনো ভিত্তি নেই ।

বহিস্কৃত হবার পর শুধুমাত্র ব্যক্তিগত ফায়দা লুটতেই তারা গত বছরও একই ভাবে ফোবানা নাম ব্যবহার করে লস এন্জেলেসে একটি সম্মেলন আয়োজন করেছিলেন এবং কথিত ঐ সম্মেলনের হোটেল ভাড়া পরিশোধ না করে আর্থিক ফায়দা লুটে সটকে পরেন।এবছরও তারা একই কায়দায় ব্যাক্তিগত স্বার্থ ও আর্থিক ফায়দা লুটবার পরিকল্পনা করছেন এবং

কানাডার মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলন আয়োজন সংক্রান্ত প্রচার প্রচারনা চালাচ্ছেন, যা সম্পূৰ্ণ ভিত্তিহীন।

আমরা ফোবানার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল মিডিয়া এবং সকলকে জানাতে চাই যে উল্লেখিত ব্যক্তিবর্গ এবং তাদের ফোবানা নাম ব্যবহার করে যেকোন কর্মকান্ড সম্পর্কে সতর্ক থাকুন।তাদের ফোবানা সংক্রান্ত সকল কর্মকান্ড অবৈধ, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এখানে উল্লেখ্য যে এবছর ৩৭ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ডালাসে এবং এবারের আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস। - প্রেস বিজ্ঞপ্তি