News update
  • OIC Deeply Regrets UNSC Failure to Accept Palestine as UN Member      |     
  • Retaliatory spiral in Middle East must end, says UN chief      |     
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     

সুষ্ঠু নির্বাচন সংবিধানের প্রতি আস্থার ফিরিয়ে আনার জন্য জরুরি

রাজনীতি 2023-03-18, 9:12pm

img-20230318-wa0090-6f02a4a82b34cca70f5e34a954e805631679152362.jpg

Prof Asif Nazrul speaks at a seminar on Restoring Peoples Confidence in the Constitution at the National Press on Saturday March 18 2023.



ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই এবং দূর্নীতির প্রতিকারের মাধ্যমে সংবিধানের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে মূল বক্তা হিসেবে তিনি আরো বলেন সংবিধানের মূল নীতিগুলোর পরিপন্থী সকল কাজ পরিহার করাই হবে সত্যিকারের এই দলিলের প্রতি আনুগত্য প্রদর্শন।

সেন্টার ফর পিস আন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত এই সেমিনারে আরো বক্তব্য রাখেন পটুয়াখালি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল লতিফ মাসুম, হাইকোর্টের সিনিয়র আইনজ্ঞ ইকতেদার আহমেদ ও সাবেক কূটনীতিক সাকিব আলী। সেমিনারে সভাপতিত্ব করেন সিপিডিএস চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সঞ্চালনা করেন এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমাদের বুঝতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র হয়না, অপরাধীদের বিচারের আওতায় না আনা, এবং দূর্নীতির বিস্তার সমাজতন্ত্রের মূল নীতির সাথে যায়না। একইভাবে ধর্মনিরপেক্ষতার আচরণ সকল ধর্মগোষঠীর সাথে একই রকম হওয়া উচিত।

অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন আমাদের দেশে কাগজের লেখা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জনগণকে আন্দোলনের সাথে আরো সম্পৃক্ত করতে হবে।

বিচারপতি একতেদার আহমেদ বলেন, এদেশে শাসকরা সব সময় সংবিধানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

সাবেক কূটনীতিক সাকিব আলী বলেন এদেশে জনগণকে শাসন ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়। - প্রেস বিজ্ঞপ্তি