News update
  • Despite relaxed terms, Dhaka missed IMF forex reserves target     |     
  • 'So hot you can't breathe': Extreme heat hits the Philippines     |     
  • PM Hasina departs for Thailand on six-day official visit     |     
  • Prolonged heat wave: Mango farmers in Rajshahi region alarmed     |     
  • Probe mass graves found at 2 Gaza hospitals Israel raided: UN      |     

ফাউচি কোভিডে আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-06-17, 1:19am

img_20220617_012013-04e2fa7b471dae5de2fd74060bd542011655407247.png




হোয়াইট হাউজের পরপর দুই প্রশাসনের আমলে আমেরিকার মহামারি মোকাবেলার অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ড. অ্যান্থনি ফাউচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৮১ বছর বয়সী ফাউচি পূর্ণমাত্রার টিকা ও দুইবার বুস্টার ডোজ প্রাপ্ত। ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ (এনআইএইচ) এর বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয় যে, তিনি কোভিড-১৯ এর হালকা উপসর্গ অনুভব করছেন।

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন বা সরকারের অন্য কোন ঊর্ধ্বতন কর্মকর্তার সংস্পর্শে আসেননি ফাউচি। এক র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ে। তিনি জনস্বাস্থ্য নির্দেশিকা ও তার ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। বিবৃতিতে আরও জানানো হয় যে, পরীক্ষায় সংক্রমণ সেরে উঠা নিশ্চিত হলে তিনি এনআইএইচ-এ কাজে ফিরে আসবেন।

ফাউচি স্বাস্থ্য বিষয়ে বাইডেনের প্রধান উপদেষ্টা এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর পরিচালক। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে তিনি হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের নেতৃস্থানীয় সদস্য ছিলেন।

এই সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হাভিয়ের বেকেরা-র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এটি দ্বিতীয়বার যখন কিনা বেকেরা-র উপসর্গ দেখা দেয় ও সংক্রমণ ধরা পড়ে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।