News update
  • UNICEF: 3M children suffering brunt of Haitian gang violence     |     
  • Taiwan hit by numerous quakes, reaching 6.3 magnitude     |     
  • BUET dissolves its campus journalists' club     |     
  • Heatwave deaths increased across almost all Europe in 2023     |     
  • Thousands of children killed or maimed by explosive weapons     |     

প্রধান নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2022-09-15, 5:17pm

resize-350x230x0x0-image-191458-1663233123-1d97b4140ded2e7adcd218c58f4fa02b1663240650.jpg




প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিইসি নিজেই করোনা সংক্রমিত হওয়ার তথ্য নির্বাচন কমিশনারদের জানিয়েছেন।

এর আগে বুধবার নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

নির্বাচন কমিশন থেকে বিকেলে অফিস আদেশে জানানো হয়েছে, সিইসি করোনা আক্রান্ত হওয়ায় কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তথ্য সূত্র আরটিভি নিউজ।