News update
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ on Thursday Morning      |     
  • How Iran attacks exposed Israel's weakness     |     
  • ME crisis: PM urges preparation to face possible impacts     |     
  • “State patronisation behind disappearances of Illias, others”     |     
  • 14 killed as truck ploughed thru several vehicles in Jhalakathi     |     

সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলার সুপারিশ সংবিধান পরিপন্থী

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-09-13, 9:39am

resize-350x230x0x0-image-191208-1662993580-fd3d3cbe247daa473cc9f3e238cd43801663040350.jpg




সংবাদ প্রকাশের জেরে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির বিরুদ্ধে মামলার সুপারিশ দেশের সংবিধান ও সরকারের সংবাদমাধ্যম নীতির পরিপন্থী বলে মনে করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে এ মত প্রকাশ করে অবিলম্বে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, গত ৯ ও ১০ আগস্ট গুলিস্তানের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে নাগরিক টিভি। সেখানে মুক্তিযোদ্ধারা কীভাবে বঞ্চিত হচ্ছেন, তা তুলে ধরার চেষ্টা করা হয়। দেশে মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে কতিপয় অসাধু গোষ্ঠী যে ফায়দা লুটার চেষ্টা করছে সে বিষয়ে সরকার ও দেশের জনগণকে সচেতন করতে নাগরিক টিভি প্রতিবেদন প্রকাশ করেছে।

নেতারা আরও বলেন, সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। যেখানেই অনিয়ম সেখানেই সাংবাদিক সমাজ ও সংবাদমাধ্যমের দৃষ্টি। নাগরিক টিভিতে প্রচারিত প্রতিবেদনের সূত্র ধরে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি তদন্তের সুপারিশ করতে পারত। তা না করে উল্টো নাগরিক টিভির বিরুদ্ধে মামলার যে সুপারিশ করা হয়েছে সেটা দেশের সংবিধান ও বর্তমান সরকারের নীতি পরিপন্থী।

নেতারা অবিলম্বে এ সুপারিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা অসাধু মহল বিভিন্ন গোষ্ঠী সংঘবদ্ধভাবে সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা চালিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। যা প্রকারান্তরে সরকারকেই বেকায়দায় ফেলার শামিল।

সাংবাদিক হয়রানির যেকোনো পদক্ষেপ মোকাবিলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সব সময় প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।