News update
  • Sajek road accident: Death toll rises to 9     |     
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     
  • 160 pilot whales beach on Australian west coast, 26 die     |     
  • 282 million people faced acute hunger in 2023, worst in Gaza      |     
  • Weapons to be laid down if a 2-state solution is done: Hamas     |     

কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

error 2023-02-07, 7:30pm

hawk-of-a-rare-species-recovered-in-kalapara-d0feccd4e0093bf89c8c2f87adbad0c21675776604.jpg

Hawk of a rare species recovered in Kalapara



পটুয়াখালী: কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার বেলা এগারোটায় কুয়াকাটা পৌরসভার তুলতালীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা হয়। এটির বাম পাখায় কিছুটা ক্ষত রয়েছে। 

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করতে ছিলো। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ