News update
  • Russian missile barrage on Ukraine city kills 18     |     
  • Tsunami alert after a volcano in Indonesia has big eruptions     |     
  • UNRWA seeks support against Israeli call for its dissolution     |     
  • Dubai's airport and highways flooded     |     
  • Dhaka’s air quality remains ‘unhealthy’ on Thursday Morning      |     

নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-12-02, 3:30pm

resize-350x230x0x0-image-201473-1669955694-2b30073655b429764732ef55c8fd31841669973425.jpg




যশোরের মণিরামপুরের বেপারিতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান ঢুকে পড়ায় পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), তার ছেলে তাওসী (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) ও মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)।

স্থানীয়রা জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে তারা হতাহত হন। দুর্ঘটনার পরপরই যশোর-মনিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

যশোর পুলিশের মুখপত্র জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার বলেন, সকালে একটি কাভার্ডভ্যান যার (রেজি. ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১) দ্রুত গতিতে জনৈক তালেবের খাবারের হোটেলে ঢুকে যায়। ওই সময় হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালাক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোটেলে নাস্তা করছিল তিনজন। আর দুইজন হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। কাভার্ডভ্যানটি হোটেলে প্রবেশ করায় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি বেশ কয়েকটি দোকানে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠাচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।