News update
  • Malaysia military helicopters crash, killing 10 crews     |     
  • Nine injured in Russian drone attack on Odesa     |     
  • 3M children suffering brunt of Haitian gang violence - UNICEF     |     
  • Taiwan hit by strongest quakes, reaching 6.3 magnitude     |     
  • BUET dissolves its campus journalists' club     |     

মাইলফলকের সামনে তামিম

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-22, 6:02pm

image-42935-1653209380-08299b55afa9d68a164f0803bd2a97e01653220934.jpg




বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড়  হিসেবে টেস্ট ক্রিকেটে  ৫ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ১৯ রান দরকার তামিমের। 
আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি। এ ম্যাচেই তামিম ৫ হাজার  রানের  মাইলফলক স্পর্শ করবেন বলে বলে আশা করা যাচ্ছে।
শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিলো ১৫২ রান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন তামিম। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার পায়নি বাংলাদেশ। 
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিলো তামিমের। ৬৬ ম্যাচের ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৯৮১ রান এই বাঁ-হাতি ব্যাটারের। ব্যাটিং গড়- ৪০ দশমিক ১৬। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৬। ২০১৫ সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি। 
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান স্পর্শ করেন মুশফিকুর রহিম। ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। মাইলফলক স্পর্শ করতে মুশির দরকার ছিলো ৬৮ রান। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান এখন মুশফিকের। ৮১ ম্যাচের ১৪৯ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৫০৩৭ রান তার। ব্যাটিং গড়- ৩৬ দশমিক ৭৬। 
মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬০ টেস্টের ১১০ ইনিংসে ৪০৫৫ রান করেছেন এই অলরাউন্ডার।
টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার    ম্যাচ     ইনিংস    ওান
মুশফিকুর রহিম    ৮১    ১৪৯    ৫০৩৭
তামিম ইকবাল     ৬৬    ১২৬    ৪৯৮১
সাকিব আল হাসান    ৬০    ১১০    ৪০৫৫
মোমিনুল হক     ৫২    ৯৬    ৩৫১৬
হাবিবুল বাশার    ৫০    ৯৯    ৩০২৬

তথ্য সূত্র বাসস।