News update
  • 13 killed in Faridpur road accident     |     
  • 15 missing after boat capsizes in Indian Kashmir     |     
  • Israeli military tells Palestinians not to return to north Gaza     |     
  • 13 dead in bus-pickup van collision on Dhaka-Khulna highway     |     
  • Fire at Ctg slum leaves upto 200 families homeless     |     

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-12-05, 12:32pm

resize-350x230x0x0-image-201890-1670213913-cd2aff8286b3d97b20debaa97226d36d1670221968.jpg




রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল মাঝারি মানের। সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।

নিজামুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় এর অনুভূত হয়েছে কি না, তা বলা যাচ্ছে না। তবে আমাদের সবগুলো যন্ত্রে এটি ধরা পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্য সূত্র আরটিভি নিউজ।