News update
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     
  • 160 pilot whales beach on Australian west coast, 26 die     |     
  • 282 million people faced acute hunger in 2023, worst in Gaza      |     
  • Weapons to be laid down if a 2-state solution is done: Hamas     |     
  • 3 new BD Supreme Court Appellate Division judges take oath     |     

ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ সীমান্তে প্রবেশ, দালালসহ গ্রেফতার ১০

ঝিনাইদহ প্রতিনিধি error 2022-05-10, 8:38am

jadabpur-d-10-c9f9282b2dd1c6a460361afd2399e8a41652150328.jpg




ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ ১০ জনকে আটক করা হয়। সোমবার সকালে মহশেপুর উপজেলার যাদবপুর বিওপির অধিনস্ত বড়বাড়ী গ্রাম থেকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


আটককৃতরা হলো-বরিশালের আবজাল আকন (৪১), পাবনার মোঃ আল মামুন(৩৯), যশোরের জোসনা খাতুন (২৮), খাদিজা বেগম (২৮), বাগেরহাটের প্রবির সমাদ্দার (৪২),  গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষীরার রোজীনা বেগম (৩০), রুমায়া (০৬) ও আয়সা (০৫) । এ সময় পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের হারুনুর রশিদ (৩০) কেও আটক করতে সক্ষম হয় বিজিবি।


৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীদের বিনা পার্সপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সহায়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।