News update
  • Rakhine State once again becomes a battleground: UN HR Chief      |     
  • No political case filed against BNP men: PM Hasina     |     
  • Iran fires at attack drones near Isfahan air base, nuke site     |     
  • Chuadanga logs season’s highest temp in BD for 4th day     |     
  • No More World Bank-IMF Loans to avoid debt catastrophe: CSOs     |     

করোনামুক্ত হলেও ফিটনেসের উপর নির্ভর করছে সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলা : পাপন

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-13, 5:37pm

image-41755-1652438802-035573c251b5c44d5780fa3ba32c88a01652441833.jpg




করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফিটনেসের উপর নির্ভর করবে প্রথম টেস্টে সাকিবের অংশ নেয়া। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পরিবারের সাথে সময় কাটিয়ে গত মঙ্গলবার দেশে ফিরেই করোনাভাইরাস পরীক্ষায়  পজিটিভ হন সাকিব। দু’দফায় পরীক্ষার পর তার করোনার ফল পজিটিভ আসে। ফলে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়েন তিনি।
তবে করোনায় আক্রান্ত হবার তিন দিন পর নেগেটিভ হলেন সাকিব। এতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা বেড়েছে। তবে সবকিছুই নির্ভর করছে, শারীরিকভাবে কতটা ফিট সাকিব।
সাকিবের ব্যাপারে আজ সাংবাদিকদের বিসিবি সভাপতি পাপন বলেন, ‘গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল, ও নেগেটিভ। সে অ্যান্টিজেন টেস্ট করেছে। সেখানে নেগেটিভ আসে। পরে পিসিআর টেস্ট করে। সেখানেও নেগেটিভ আসে তার। তবু আমাদের প্রটোকল অনুযায়ী, আজ তাকে করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ ফলাফল এসেছে। যা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘তার সাথে কথা হয়েছে, নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। তবে এখানে বিষয়টা হলো, সে কিন্তু অনুশীলনে নেই, খেলার মধ্যে নেই। ২-৩ দিন আগে আমাকে বলেছিল শারীরিকভাবে ভালোবোধ করছে সে। এটি পুরোটাই যেহেতু স্বাস্থ্য বিষয়ক ইস্যু। তাই এখানে মেডিকেল টিমের যারা আছে, ফিটনেস টিমের যারা আছে, তারা সবাই তাকে পর্যবেক্ষণ করবে। সে শুধু কালকে একদিন অনুশীলনের সুযোগ পাবে। আজকে যদি, এখনও আসতে পারতো, তবে অনুশীলন সেশনে যোগ দিতে পারতো।’
আজ সন্ধ্যায় দলের সাথে যোগ দিবেন সাকিব দিবেন, এটিই বলেছেন পাপন। তিনি বলেন, ‘ আজকে সন্ধ্যা  সাতটার ফ্লাইটে আসবে শুনেছি। তবে সবচেয়ে বড় কথা হলো, সে যে সুস্থ হয়েছে, কোভিড নেগেটিভ হয়েছে, এতেই আমরা সবাই খুশি। এখন যত তাড়াতাড়ি দলে ঢুুকতে পারবে, খেলতে পারবে আমরা সেই দোয়াই করছি।’
দলের সাথে যুক্ত হলেই, সাকিব খেলবে কি-না, সেটি নির্ভর করছে তার ফিটনেসের উপর। পাপন বলেন, ‘হয়তো সাকিব খেলবে, নাও খেলতে পারে। এটা এখন বলাটা মুশকিল। সবকিছুই ওর ওপর নির্ভর করছে, ওর ফিজিক্যাল ফিটনেসের বিষয় আছে। এখানে আবেগ দিয়ে ভাবার সুযোগ নেই। কারণ কোভিড থেকে সুস্থ হয়েই মাঠে নেমে পড়া সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘এখানে খেলা যদি ওয়ানডে টি-টোয়েন্টি হতো, আমরা বলতাম খেলো। কিন্তু এখানে পাঁচদিনের খেলা। আমরা চাই না তার জন্য কোন বাড়তি চাপ বা বোঝা হোক। সেজন্য আমরা সাবধানে এগোবো। তবে তার উপর পূর্ণ স্বাধীনতা দেয়া আছে।’
তবে সাকিব যদি খেলতে চায়, তবে তাতে না করবে করার কোন সুযোগ নেই বলে জানান পাপন। সাবিকের ইচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে বলে জানান তিনি, ‘সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। তাকে তো না করার কোন সুযোগ নেই। সাকিবের ইচ্ছার উপরই নির্ভর করছে। তার ফিটনেস দেখা হবে। অনুশীলনের পর সে যদি মনে করে, সে খেলতে পারবে, আমাদের বলবে ও ট্রেইনার যদি ক্লিয়ারেন্স দিয়ে দেয় তাহলে অবশ্যই সে খেলবে।’
দীর্ঘদিন ধরেই টেস্ট খেলছেন না সাকিব। সর্বশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর পারিবারিক কারনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর করেননি সাকিব।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো সাকিবের। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারনে দেশে ফিরে আসেন সাকিব।
তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এজন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছিন সাকিব। তথ্য সূত্র বাসস।