News update
  • Islamist united front for proportional representation in BD?     |     
  • Jamaat Chief Calls for Uprising Against Corruption, System     |     
  • UN Warns of Rising Deaths, Hunger and Crisis in Gaza     |     
  • Dhaka’s air quality ‘moderate' on Saturday      |     
  • Curfew relaxed for 14 hours in Gopalganj     |     

ভাসানচরে রোহিঙ্গাদের উন্নততর সুবিধা দেখে বিদেশি রাষ্ট্রদূতদের প্রশংসা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-02-18, 9:52pm

image-79437-1676707607-ec2efa774e81c08c35793a186fdb70721676735553.jpg




মূল ভূখন্ড থেকে ৩৭ মাইল দূরে বঙ্গোপসাগরের ভাসানচরে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) জন্য উন্নততর সুযোগ-সুবিধার ব্যবস্থা দেখে   বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন ঢাকায় অবস্থানরত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত এবং জাতিসংঘ ও বিশ্ব সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়-  জাপান, চীন, ফ্রান্স, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, ইউএনএইচসিআর প্রতিনিধি এবং বাংলাদেশে ডব্লিউএফপি’র অফিসার-ইন-চার্জ  অকুস্থল পরিদর্শন ও পর্যবেক্ষনকালে এই মনোভাব প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে ছিলেন। হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছার পরপরই মুখ্য সচিব ও পররাষ্ট্র সচিব বক্তব্য  রাখেন এবং ভাসানচরের আরআরআরসি ও প্রকল্প পরিচালক ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের জীবন যাপন সুযোগ-সুবিধা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পরিদর্শনকারী প্রতিনিধি দলকে অবহিত করেন।

পরে, প্রতিনিধি দল মিয়ানমারের পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষা গ্রহণকারী রোহিঙ্গা শিশুদের শিক্ষাকেন্দ্র, হাসপাতাল, বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম, রোহিঙ্গাদের  আশ্রয়কেন্দ্র, বাজার, খেলার মাঠ ইত্যাদি পরিদর্শন করেন। রাষ্ট্রদূতরা  জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বিপুল সংখ্যক নাগরিককে এভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকারের এমন দৃষ্টান্তমূলক মানবিক পদক্ষেপ গ্রহণ এবং ভাসানচরে তাদের জন্য উন্নততর সুযোগ-সুবিধার ব্যবস্থা করার প্রশংসা করেন। তথ্য সূত্র বাসস।