Sunday , July 12 2020
Home / বাংলা বিভাগ / খবর / গ্রীস, ম্যাসেডোনিয়া ঐতিহাসিক চুক্তিতে সাক্ষর করেছে
ad
গ্রীস, ম্যাসেডোনিয়া ঐতিহাসিক চুক্তিতে সাক্ষর করেছে
গ্রীস, ম্যাসেডোনিয়া চুক্তিতে সাক্ষর করেছে

গ্রীস, ম্যাসেডোনিয়া ঐতিহাসিক চুক্তিতে সাক্ষর করেছে

গ্রীস এবং ম্যাসেডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, ম্যাসেডোনিয়ার নাম পরিবর্তনের এক ঐতিহাসিক প্রাথমিক চুক্তিতে সাক্ষর করেছেন।

গ্রীসের নিকোস কোটজিয়াস এবং ম্যাসেডোনিয়ার নিকোলা ডিমিটরভ রবিবার, দুদেশের অভিন্ন সীমান্তের কাছে প্রেসপা লেক ডিস্ট্রিক্টে ওই চুক্তি সাক্ষর করেন।
গ্রীসের প্রধানমন্ত্রী অ্যলেক্সি সিপ্রাস এবং ম্যাসেডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ রবিবার সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বলকানের ওই ছোট্ট রাষ্ট্রের নাম হবে এখন উত্তর ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র।
ম্যাসেডোনিয়া ওই নাম পরিবর্তনে সম্মত হয়, এই শর্তে যে গ্রীস, নেটো এবং ইউরোপীয় জোটে, ম্যাসেডোনিয়ার সদস্যত্ব লাভে বাধা দেবে না।
উভয় দেশের আইন প্রণেতাদের ওই চুক্তিকে অনুসমর্থন করতে হবে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কয়েক মাস সময় লাগবে।-ভয়েস অব আমেরিকা

adadad