Tuesday , February 18 2020
Home / বাংলা বিভাগ / শিল্প-সংস্কৃতি / দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের শোক প্রকাশ
ad
দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের শোক প্রকাশ
Md Delwar Hossain Picture

দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের শোক প্রকাশ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন গত ১৬ মে বেলা ১১.০০টায় চট্টগ্রামের সেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৬ মে বেলা ৪.০০টায় চট্টগ্রামের ছোটপুল বাইতুস সাফা মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ী দৌলতপুর,ফেনী নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্ব দৌলতপুর জামে মসজিদে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে দৌলতপুর পাইকার বাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র ও এক কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় পুত্র ইঞ্জিঃ আবু বক্কর সিদ্দীক জাতিসংঘ এশিয়ান রিজিওনের ব্যাংককস্থ অফিসে গুরুত্বপূর্ন দায়িত্বে কর্মরত আছেন।
জনাব দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়েরের নিকটাত্মীয় (বেয়াই) ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

adadad