Sunday , July 12 2020
Home / বাংলা বিভাগ / খবর / সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভোট বিপ্লব ঘটাতে হবে
ad
সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভোট বিপ্লব ঘটাতে হবে
রবিবার বিকেলে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শাখার বিশাল পথসভা

সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভোট বিপ্লব ঘটাতে হবে

পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে ভোট বিপ্লব ঘটাতে হবে। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনো সম্ভব নয়। কেননা আমাদের দেশে এখনও নিরপেক্ষ ও ইনসাফগার লোক তৈরি হয়নি। যারা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিবে। বিগত নির্বাচনগুলোতে সীমাহীন কারচুপি, ব্যালট ছিনতাই এবং ভোট ডাকাতির ঘটনা ঘটেছে। এ জন্য দলনিরপেক্ষ সরকারের অধীনে তুলনামূলক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।রবিবার বিকেলে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শাখার বিশাল পথসভায় প্রধান অতিথিল বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলার শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন। উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান কাসেমী, মাহমুদুর রহমান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় রংপুর জেলার ছয় আসনের প্রার্থীদেরকে জনতার কাছে পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই। পীর সাহেব বলেন, দেশের মানুষ মুক্তি চায়, মুক্তি চয়। খুন, গুম, সন্ত্রাস ও মাদক থেকে বাচতে চায়। মা-বোনদের ইজ্জত রক্ষা করতে চায়। তিনি আগামী নির্বাচনে হাতপাখার পক্ষে ভোট বিপ্লব ঘটানোর আহবান জানান। – প্রেস বিজ্ঞপ্তি

adadad