News update
  • 29 soldiers killed in deadliest attack since coup     |     
  • WHO approves second malaria vaccine for children     |     
  • Absence from warm-ups fuels concern over Shakib's fitness     |     
  • Over 100 dolphins dead in Brazilian Amazon as water temps up     |     
  • India will always stand with Bangladesh: HC Pranay Verma     |     

‘উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে’

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-05-19, 8:50am

resize-350x230x0x0-image-223867-1684429826-713ed72b3fb37a47f9786e0fb07ccbaf1684464603.jpg




উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ মে) উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাখরোম আলয়েভের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উজবেকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও প্রবৃদ্ধির অংশীদার হিসেবে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, উচ্চ পর্যায়ের সফর এবং অংশীদারিত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাধ্যমে উভয় দেশই গতি পেয়েছে। ঢাকা-তাসখন্দ সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও আসিয়ান দেশগুলোর আঞ্চলিক প্রবেশদ্বার এবং এশিয়ার দুই জায়ান্ট ভারত ও চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ হিসেবে কাজ করছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।