News update
  • MFC of BD decries violence on, intimidation of journalists     |     
  • Covering over well at Indian temple collapses, killing 35     |     
  • US army helicopters crash in Kentucky, 9 killed     |     
  • How Zimbabwe uses gold smuggling to evade sanctions choke     |     
  • EU continues to support Bangladesh after LDC graduation     |     

রিয়ালের জার্সিতে কিংবদন্তি রাউলের রেকর্ড ছুঁলেন বেনজেমা

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-01-23, 2:24pm

resize-350x230x0x0-image-208604-1674461372-31c5eb781e234d06e9c500fda5b371831674462255.jpg




স্প্যানিশ লা লিগায় শেষ ম্যাচে হার ও সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খোয়ানোর পর কিছুটা ব্যাটফুটে ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে টানা দুই ম্যাচে হারের পর স্বস্তির জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন করিম বেনজেমা। আর তাতেই রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের রেকর্ড ছুঁয়ে ফেললেন ফরাসি এই স্ট্রাইকার।

রোববার (২২ জানুয়ারি) অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ম্যাচের ২৪তম মিনিটে প্রথম গোলটিই করেন বেনজেমা। এই গোল করে লা লিগায় ২২৮তম গোল করলেন ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। এই গোলের সুবাদে রিয়ালের ঘরের ছেলে রাউলের সমান গোল করে ফেললেন বেনজেমা। রিয়ালের জার্সিতে এখন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই তার আগে অবস্থান করছেন।

বিশ্বকাপের আগ মুহূর্তে চোটে পড়ে ফ্রান্স দল থেকে ছিটকে পড়েন বেনজেমা। তবে ফাইনালের আগ মুহূর্তে দলে ফেরার গুঞ্জন শুরু হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর দলে ফেরা হয়নি। তাই আর্জেন্টিনার কাছে দেশের হারের পর অবসরের ঘোষণা দিয়ে বসেন ৩৫ বছর বয়সী এই ফরাসি তারকা। এরপর থেকেই রিয়ালের হয়ে মাঠ মাতিয়ে গোল করেই যাচ্ছেন বেনজেমা।।

এদিকে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে গোল করে শুধু রাউলকেই ছুঁয়ে দেখেননি বেনজেমা, রিয়ালের আরেক কিংবদন্তি ফুটবলার আলফ্রেড ডি স্টেফানোকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। রিয়ালের হয়ে আর্জেন্টিনা ও স্পেনের সাবেক তারকা ফুটবলার ডি স্টেফানো ২২৭ গোল করেছিলেন।

লিগে বিলবাওয়ের বিপক্ষেই সবচেয়ে বেশি গোল করিম বেনজেমার। এখন পর্যন্ত বিলবাওয়ের বিপক্ষে ২৮ ম্যাচে ১৯ গোল করেছেন এই ফরাসি তারকা। সেই সাথে ৯০ মিনিটে রদ্রিগোর পাস থেকে জার্মান মিডফিল্ডার টনি ক্রুজের দূরপাল্লার শট জালের খোঁজ পেয়ে যান।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগে ১৭ ম্যাচে ১৩ জয় ও দুই পরাজয়ে ৪১ পয়েন্ট অর্জন করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তথ্য সূত্র আরটিভি নিউজ।