News update
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     
  • Dhaka 3rd worst polluted city in the world Saturday morning     |     
  • Global Food Prices Rose in April: FAO     |     
  • Will Cumilla’s long abandoned airport surge back to life     |     
  • Expanding Bangladesh-Afghanistan Trade Prospects     |     

নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না: পরিবেশ উপদেষ্টা 

গ্রীণওয়াচ ডেস্ক error 2024-10-18, 9:46pm

ewrewrwer-ce786a34632e051a25f80d04c67389221729266379.jpg




নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জ্ঞান বাড়লে শক্তি আসে। স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজসহ এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

এ সময় পলিথিন ব্যাগে খাবার বহন ও প্লাস্টিকের কাপে গরম পানীয় নেওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির ও আইসিডিডিআর,বি-এর সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু উপস্থিত ছিলেন। আরটিভি