News update
  • Dhaka’s air ‘unhealthy’ Thursday morning     |     
  • Vaccines saved at least 154 million lives in 50 years: WHO     |     
  • 6 workers die as truck overturns in Rangamati     |     
  • IMF team wants central bank’s measures on reserves, reform     |     

তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বরে

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2022-12-01, 9:56pm

resize-350x230x0x0-image-201406-1669900698-38bea322fc7000ce1e083a3fb0c3e3491669910164.jpg




দেশে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে। মাসটিতে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) ১৭ হাজার ৬৩ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে সরকার প্রণোদনা দিচ্ছে। বর্তমানে ১০৭ টাকায় রেমিট্যান্স ও ১০০ টাকায় রপ্তানি বিলের মাধ্যমে আসা ডলার সংগ্রহ করছে ব্যাংক। এতেও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছিল না। তবে সর্বশেষ নভেম্বর মাসে আগের তিন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের নভেম্বরে সরকারি মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬ কোটি ৮০ লাখ ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৯৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫২ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২১ লাখ ডলার।

উল্লেখ্য, গত মাসে (অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসাবে অক্টোবর অপেক্ষা নভেম্বরে ৬ কোটি ৯৩ লাখ ডলার বেশি এসেছে।

তবে ২০২১ সালের নভেম্বরের চেয়ে এ বছর নভেম্বরে ৪ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।