News update
  • Economic Reporters demand withdrawal of ban on entry to BB      |     
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     
  • Sajek road accident: Death toll rises to 9     |     
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     
  • 160 pilot whales beach on Australian west coast, 26 die     |     

রাশিয়ার কাছে হাইপারসনিক অস্ত্র থাকলেও ব্যবহার করা হবে না : পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-03-20, 11:28am

image-83442-1679289331-e8f9b08e1d9ca760b230d43159cf19871679290094.jpg




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সাক্ষাতকারে বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই তারা মজুত রেখেছে।

রোববার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। খবর তাস’র।

পুতিন বলেন, ‘আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু তখন হাইপারসনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন? হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন কিছুই ছিল না।’

২০১৪ সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোরদিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না।’ তথ্য সূত্র বাসস।