News update
  • Pahela Baishakh being celebrated amid Festivities     |     
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     
  • Arrest Orders Hasina, Rehana, Tulip, 53 others      |     
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     

প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-05-02, 1:20pm

b2cb6ee58adcf13b2b430906a5f3cbe8c0b28aa488ef0117-ad95b8526896dd0e79c520042ef1f2171714634409.jpg




আদালতের নির্দেশে বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার (৫ মে) থেকে খুলে দেয়া হবে। তীব্র তাপপ্রবাহ যেসব শর্তে প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সেসব শর্তেই বিদ্যালয়গুলো খুলবে। 

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রচণ্ড দাবদাহের মধ্যে গত রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হয়। তখন ক্লাসের সময় কমিয়ে এনে কয়েকটি শর্ত  দিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। পরের দিন সোমবার হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

রোববার স্কুল খোলার পর বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়-

# এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

# উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।

# পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।  তথ্য সূত্র সময় সংবাদ।