News update
  • 8th anniv of Holey Artisan Bakery attack being commemorated     |     
  • A father and his son among 3 electrocuted in Kurigram     |     
  • Coordinated female suicide bombers kill 18 in Nigeria      |     
  • Bank holiday on Monday, stock markets to remain closed too     |     
  • US strikes kill 10 Huthi rebels attacking ship in Red Sea     |     

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-06-29, 7:48am

hsc-a7f9a093d4945aab2be5b0d9121934911719625722.jpg




২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তির বরাতে ডিএমপি নিউজ এক প্রতিবেদনে আরও জানিয়েছে, এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ৩০ জুন থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই আদেশ আগামী ৩০ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য সূত্র এনটিভি নিউজ।