News update
  • Heatwave alert in Bangladesh extended for 72 hours     |     
  • Settle disputes thru dialogue, say 'no' to wars: PM Hasina      |     
  • 288 Myanmar security personnel sent back from Bangladesh     |     
  • Russia vetoes UN resolution calling for preventing nuclear arms race in space     |     
  • Dhaka’s air ‘unhealthy’ Thursday morning     |     

মারিউপোলে ইউক্রেনের ১,৭৩০ সৈন্য আত্মসমর্পণ করেছেঃ রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-20, 7:48am

03190000-0aff-0242-7dcf-08da397cd5f5_w408_r1_s-df846a422d634bdcf6eeee0a27359f9b1653011293.jpg




ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ অ্যাজভস্টল ইস্পাত কারখানায় ইউক্রেনের শত শত সৈন্য আত্মসমর্পণ করেছে বলে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। এর ফলে এ সপ্তাহে আত্মসমর্পণ করা সৈন্যের সংখ্যা ১,৭৩০ এ পৌঁছাল।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এক বিবৃতিতে জানায় যে, তারা অ্যাজভস্টল থেকে বেরিয়ে আসা সৈন্যদের নিবন্ধনের কাজ করছে। কার্যক্রমটি মঙ্গলবার আরম্ভ হয়ে বৃহস্পতিবারেও অব্যাহত ছিল।

সাহায্য সংস্থাটি বলে, “আইসিআরসি যুদ্ধবন্দিদেরকে যেখানে রাখা হচ্ছে, সেখানে পরিবহন করে নিয়ে যাচ্ছে না।” সংস্থাটি আরও জানায়, “আইসিআরসি’ পরিচালিত নিবন্ধন প্রক্রিয়াতে সৈন্যরা তাদের নাম, জন্মতারিখ এবং নিকটতম আত্মীয়ের তথ্য দিয়ে একটি ফরম পূরণ করছে। এই তথ্য আইসিআরসিকে আটককৃতদের হদিস রাখতে সাহায্য করে এবং তাদেরকে তাদের পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে।”

মারিউপোলের শেষ প্রতিরোধের এই জায়গায়, আত্মসমর্পণ করা ইউক্রেনের যোদ্ধাদের রাশিয়া প্রকাশিত সংখ্যাটি নিশ্চিত করেনি ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেন আশা প্রকাশ করেছে যে, রাশিয়ার সাথে বন্দি বিনিময়ের মাধ্যমে এই সৈন্যদের ফিরিয়ে আনা যাবে। অপরদিকে, রাশিয়ার প্রধান তদন্তকারী সংস্থা জানিয়েছে যে, বেসামরিক মানুষের বিরুদ্ধে কোন অপরাধে আটককৃতদের কেউ জড়িত ছিল নাকি, তা নির্ধারণ করতে তারা এই সৈন্যদের জিজ্ঞাসাবাদ করতে চায়।

ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিনমাস ধরে চলতে থাকা এই আগ্রাসনে, মারিউপোল দখলই হবে রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। অ্যাজভ সাগরের তীরবর্তী এই শহরে যুদ্ধের আগে ৪,৩০,০০০ মানুষের বসবাস ছিল। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।