News update
  • 6 workers die as truck overturns in Rangamati     |     
  • IMF team wants central bank’s measures on reserves, reform     |     
  • BSEC brings back floor price to stop slide in share prices     |     
  • Weekly OIC Report on Israel’s Crimes against Palestinians     |     

কুয়াকাটায় নির্ধারিত সময়ের দেড় ঘন্টা আগেই পাম্প বন্ধ, ভোগান্তিতে পর্যটকরা

জীবাশ্ম 2022-08-06, 8:07pm

fuel-oil-price-hike-3d6dff55952d246bbe3102e00b6841831659794868.jpg

Fuel oil price hike



পটুয়াখালী: তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পটুয়াখালীর "কুয়াকাটা ফিলিং স্টেশনে" তালা ঝুলিয়ে উধাও কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে  পড়েছে হাজারও পর্যটক।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর নতুন দাম কার্যকর হবে। কিন্তু রাত ১০টা ৩০ মিনিটের দিকেই পাম্প বন্ধ করে সবাই চলে গেছে বলে অভিযোগ করেছেন জাকির নামের এক পর্যটক।

তিনি জানান, আমি মোটরসাইকেল নিয়ে এসেছি তখনও পাম্পে লোক ছিল। আমি তৈল চেয়েছি কিন্তু তাঁরা বলে তৈলের দাম বৃদ্ধি পেয়েছে, তাই এখন হবে না কালকে আইসেন। বলে তাঁরা দরজায় তালা মেরে গেছে।

ঢাকা থেকে আগত অপর পর্যটক সজিব জানান, আমরা মাইক্রো নিয়ে কুয়াকাটা এসেছি। এখন তৈল দরকার। কিন্তু এসে দেখি অনেক লোক, আমিও ১ঘন্টা দাঁড়িয়ে আছি। কোনও লোক আসে না। আমরা অনেকটা ভোগান্তিতে।

একাধিক মোটরসাইকেল, মাইক্রো ও বাস তৈল নিতে এসে পাম্পের চারপাশে অপেক্ষা করছ এমন অনেক চালক বলেন, সরকারের নিয়ম অনুযায়ী ১২টায় তৈলের দাম বাড়বে, কিন্তু তার দেড় ঘন্টা আগে কেন পাম্প বন্ধ করলো?

কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে দেয়া নাম্বারে ফোন করলে আ. কাদের নামের একজন জানান, আমরা প্রতিদিন ১০টার মধ্যে পাম্প বন্ধ করে দেই। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বন্ধ করেছি। তবে তৈল না দেয়ার কথা জানতে চাইলে তিনি বলেন যখন বন্ধ করেছি তখন কেউ তৈল নিতে আসেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পাম্প বন্ধ এই খবরে সকল বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করেছি। কিচ্ছুক্ষণ পরে তিনি আবার ফোন করে জানান, পাম্প খুলে দেয়ার ব্যবস্থা করেছি। - গোকরান পলাশ