News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর ৯ জেলে উদ্ধার

দূর্ঘটনা 2025-08-18, 9:36pm

a-trawler-fishing-in-the-bay-of-bengal-09ab5a8cec3d1b1a29ac50c9cb380c481755531401.jpg

A Trawler fishing in the Bay of Bengal.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে নাম বিহীন একটি মাছ ধরা ট্রলার ঢেউয়ের আঘাতে ডুবে গেছে। রবিবার ১৭ আগস্ট রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ৯ জেলে পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে ভেসে থাকেন টানা ১১ ঘণ্টা। সোমবার সকাল আটটার দিকে তাঁদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কচিখালী এলাকা থেকে। ডুবে যাওয়া ট্রলারের মালিক লালুয়ার মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদার। 

তাঁর চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় রবিবার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। পথে একটি ডুবো চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের আঘাতে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ভেসে থাকেন।

জুম্মান হাওলাদার আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া জেলেদের  মধ্যে ট্রলার মালিক খোকন, জেলে মিরাজ, এনামুল ও মাসুম প্যাদা, বেল্লাল, রনি, রাজিব, শিবলু, শুভ'র নাম প্রাথমিক ভাবে জানা গেছে। তবে সবাই নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন বলে জানান তিনি।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

এ বিষয় জানতে চাইলে লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন  বিশ্বাস বলেন  উদ্ধারকৃত জেলেরা সকলেই নিরাপদে বাড়িতে  ফিরে এসেছে বর্তমানে তারা কিছুটা অসুস্থ রয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। - গোফরান পলাশ