News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পট বন্ধ 

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2024-06-18, 10:01pm

tyryeteye-373bfb4764defae232765cbf7c6fb21a1718726513.jpg




বন্যা পরিস্থিতির কারণে তাহিরপুরের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এ ঘোষণা দেন।

তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনস্পটগুলো হলো, টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, নীলাদ্রি লেক (শহীদ সিরাজলেক), বড়গুপটিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগান।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন স্পট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আরটিভি