News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

নববর্ষের শুভেচ্ছা জানাল ফিফা 

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-04-15, 7:15pm

ggryey-bee09cf1659e60280e208ff763c8f5eb1744722958.jpg




পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যবাহী একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে।এদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৪এপ্রিল সকাল ৬টা ৫৬ মিনিটে ফিফা একটি ছবি পোস্ট করে। ছবিতে হামজা,জামালদের হাতে ‘শুভ নববর্ষ ১৪৩২। এসো হে বৈশাখ, এসো এসো’ লেখা সংবলিত ব্যানার দেখা যায়। ছবি পোস্ট করে ফিফা ক্যাপশনে লিখেছে, ‘আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।’

ফিফা যে ছবি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সে ছবি ব্যবহার করে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে বাংলাদেশের অধিনায়ক লিখেছেন, ‘শুভ নববর্ষ, পহেলা বৈশাখ।’ 

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে উৎসবের আমেজে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ণিল শোভাযাত্রা শুরু হয়। দেশের সব মানুষের সাথে এই দিন বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দল। পুরোনো বছরের সকল জরা পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তাদের মাঝে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক  আফঈদাসহ বাকি খেলোয়াড়রাও। আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানান নারী ফুটবলাররা। শোভাযাত্রায় অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন তারা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নারী ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়। ফুটবল তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ। বাংলা নতুন বছরের প্রথম দিন রিপা-আফঈদা’দের সাথে স্মৃতি ধরে রাখতে অনেকেই সেলফি ও ছবি তুলেন। আরটিভি