News update
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     

মেসির অনুষ্ঠানে ভাঙচুর, যা বলছে ভারতের ফুটবল ফেডারেশন 

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-12-13, 8:43pm

reewrwer-cfd3c62d94ee0bb084030e9de8d9b2ad1765637034.jpg




বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’ সফরের প্রথম দিনেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের ঠিকমতো দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের সম্পত্তি ভাঙচুর করেন। পুলিশের অভিযান শুরু হয়েছে এবং প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভারতের ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) স্পষ্টভাবে জানিয়েছে, তারা ওই ইভেন্টের আয়োজনে কোনোভাবেই যুক্ত নয়। এআইএফএফের পক্ষ থেকে বলা হয়েছে, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তার সঙ্গে আমাদের কোনো সংস্থা বা পরিকল্পনার সম্পৃক্ততা নেই। আমরা এই ইভেন্টের কোনো ছাড়পত্রও দিইনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মেসি ও সুয়ারেজসহ অন্যান্য তারকার চারপাশে জনসমুদ্র সৃষ্টি হয় এবং ভক্তরা হতাশ হয়ে স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জায়েদ শামিম জানান, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজিব কুমার নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি আয়োজকদের কাছ থেকে দর্শকদের টিকিটের অর্থ ফেরতের লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন। মুখ্যমন্ত্রীও ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং ভুক্তভোগী দর্শকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।

এআইএফএফ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং তদন্তে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে।