News update
  • Investment Summit Yields Tk 3,100cr in Proposals: BIDA Chief     |     
  • Cox’s Bazar Records Highest 36.8°C Temperature     |     
  • Tulip Siddiq Will Be Fugitive if She Skips Court: ACC     |     
  • Gaza hospital damaged in Israeli strike: civil defence     |     

গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা করছে বিএনপি : কাদের 

রাজনীতি 2024-01-21, 2:43pm

sgsdghshs-5dae29bbc704c1806686a9df16121ab71705826634.jpg




তথাকথিত আন্দোলনের মাধ্যমে বিএনপি দেশ ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির রয়েছে। কিন্তু আন্দোলনের নামে যদি ২৮ অক্টোবরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে সংশ্লিষ্ট সংস্থা যথাযথ পদক্ষেপ নেবে।

এ সময় বিএনপির আন্দোলন স্পষ্ট নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন স্পষ্ট নয়, একবার তারা আন্দোলন অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করে, আবার নির্বাচন বানচালের চেষ্টা করে। আসলে বিএনপি বারবার তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে রাজনৈতিক আন্দোলনকে হাসি তামাশায় পরিণত করেছে।

বিএনপির নতুন কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি করলে আমরা বাধা দেব না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার সবার আছে। এটা গণতান্ত্রিক রীতি-নীতির বাইরে নয়। কিন্তু যদি তারা আন্দোলনের নামে সংঘাত, কর্মসূচির নামে সহিংসতার আশ্রয় নেয়, তবে তাদের বিরুদ্ধে আইনপ্রযোগকারী সংস্থা নিজেদের দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে আমরাও মোকাবিলা করব।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।