প্রধান উপদেষ্টা প্রেস উইং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি
Copied from: https://www.rtvonline.com/bangladesh/304356
জুলাই ও আগস্ট মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ৬৫ জন শিশুর পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, নিহত ও আহত সকল শিশুদের খবর প্রচারে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেও আমরা কথা বলবো।
আয়োজনে অংশ নিয়েছিলেন সিনিয়র সাংবাদিক হারুন হাবিবসহ বিবিসি বাংলার রেহানা পারভিন।
পরে ঢাকা খিলগাঁও কলোনি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রশ্ন করার সুযোগ পান অতিথিদের।
আয়োজনে এক শিক্ষার্থী জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিবেদন অনুযায়ী ৬৫ জন শিশু নিহতের কথা কেন তুলে ধরেনি বাংলাদেশের মিডিয়া তা বিবিসির সাংবাদিক পারভিনের কাছে জানতে চান। জবাবে এই সিনিয়র সাংবাদিক বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং তুলে ধরা দরকার ছিলো বাংলাদেশের মিডিয়ার। প্রশ্নকারী শিশুর বিষয়টি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের কাছে পৌছে দেওয়া হবে।
জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সরকার পাশে দাঁড়াবে বলেও জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
আয়োজনে আরেক শিক্ষার্থী সিনিয়র সাংবাদিক হারুন হাবিবের কাছে জানতে চান, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ নাকি সাংবাদিকদের জন্য ভয়াবহ জায়গা।
বিষয়টি নজরে আনা হলে এই সিনিয়র সাংবাদিক বলেন, সংখ্যালঘুদের বেশকিছু মিটিং আমরা দেখতে পেয়েছি। বেশকিছু সংঘর্ষের ঘটনায় সাংবাদিক আহত হয়েছেন। যদিও আরএসএফ এর দাবিটা পুরোপুরি সত্য নয়।
চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা। আমরা শিশুদের মানবাধিকার নিয়ে কাজ করছি।’ আরটিভি/