News update
  • UN aid teams plead for access … Gazans shot collecting food     |     
  • June 2026 Polls Deadline, A Defining Moment for Bangladesh     |     
  • UN Envoy Urges Israel to End Strikes, Ease Gaza Starvation     |     
  • 1.5°C Climate Limit Likely to Be Breached by 2029: WMO     |     
  • Election by June next year, Yunus tells Japan’s Taro Aso     |     

‘ময়না’তে তুষ্ট চলচ্চিত্র প্রেমীরা 

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-02-19, 7:00am

img_20250219_065806-b8c255b0e0862d7154cd52dd32bfcf6b1739926826.jpg




ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’। চার নায়ক এবং এক নায়িকার প্রেম কাহিনি নিয়ে আবর্তিত এই সিনেমার গল্প।  

সিনেমাটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ছবির নায়ক-নায়িকাসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

ছবিটি দেখে তৃপ্তির ঢেকুর তোলেন সিনেমাটি দেখতে আসা দর্শকরা। তারা বলেন, বর্তমান সময়ের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি বয়স সন্ধিকালে মেয়েয়া যে ভুল করে তাও সুন্দর ভাবে তুলে ধরেছেন নির্মাতা।

সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে রাজ রিপার। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে চার নায়ক আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানীকে।

নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘ময়না’। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। অভিষেক সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।

তিনি বলেন, অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিনে মুক্তি পেয়েছে। আজকের দিনটি আমার কাছে আরও স্পেশাল কেননা আমার চলচ্চিত্রের মানুষদের সাথে নিয়ে সিনেমাটি দেখেছি।

রাজ রিপা এরআগে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পেয়েছে।

‘ময়না’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ।

আরটিভি